Logo

পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে ফরিদ গাজী আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : রবিবার, নভেম্বর ২০, ২০২২

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক মন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে দেওয়ান ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে দেবপাড়া গ্রামের বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়- দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলুল করীম ও যুবলীগ নেতা অনু আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও মরহুম ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, সহসভাপতি আব্দুল জলিল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী খান, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউর রহমান শাহেদ, আয়াত আলী, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, জাবেদ আহমদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক গোল আহমেদ কাজল, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কাওছার আলম ।

বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারুক আহমদ, হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, শাহ রিয়াদ নাদির সুমন, নোমান হোসেন, হাবিবুর রহমান হাবিব, কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান, মাওলানা জালাল উদ্দিন ধন মিয়া, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াছমিন, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, রুহেল আহমদ, মুহিবুর রহমান রুকুত প্রমুখ। এছাড়া নবীগঞ্জ-বাহুবল উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেওয়ান ফরিদ গাজীর রূহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা- মরহুম দেওয়ান ফরিদ গাজীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন- ফরিদ গাজী ছিলেন একজন সাদামনের মানুষ, সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে তিনি রাজনীতি করেছেন, রাজনীতি করতে গিয়ে নানা বাঁধা, জেল, জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছে, তৃণমূলের একজন পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে ফরিদ গাজী আজীবন সিলেট তথা দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !