মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি : ‘ফিজা’কে ১ লক্ষ টাকা জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ৬:৫৩ অপরাহ্ণসিলেট শহরতলীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং এর আউটলেটকে (শাখা) মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জাগো নিউজ’কে অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে ।
প্রসঙ্গত, নানা অনিয়মের কারণে ফিজা এন্ড কোং এর বিভিন্ন শাখাকে প্রায় সময়ই জরিমানা করা হয়।
এদিকে, আজকের অভিযানে মেজরটিলার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম।
আমিরুল ইসলাম মাসুদ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।