নিজের ঈদ খরচের টাকা মানুষকে বিলিয়ে দিলেন ছাত্রদল নেতা মিটন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২০, ১২:১৬ অপরাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ :
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় করোনাভাইরাস সংকটকালীন মুহূর্তে নিজের ঈদ খরচের টাকায় ৩৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ।
গতকাল নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ বলেন, করোনার এই মহামারীর ঈদে কাপড় কেনা বা আনন্দ উৎসব করা বড় বিষয় নয়, এই মহামারীর মধ্যে সংকটময় মুহুর্তে মানুষের পাশে থাকাই বড় বিষয়। তার ফলেই সাধারণ মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস বা চেষ্টা করেছি।