Logo

নভেম্বরে এসএসসি ডিসেম্বরে নেয়া হবে এইচএসসি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১
ফাইল ছবি

image_pdfimage_print

এসএসসি ও সমমান নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের শুরুতে নিতে পারবো। আমাদের স্বাভাবিক প্রস্তুতি আছে। শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার ওপর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যদি বই পড়ে আর অ্যাসাইনমেন্টগুলো করে তাহলেই প্রস্তুতি হয়ে যাবে। সেই ভাবেই ডিজাইন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, পরীক্ষা নেওয়া সম্ভব। কেননা গত বছরের অভিজ্ঞতা, ওই সময়টায় সংক্রমণ কম ছিল। তাছাড়া টিকা দেওয়া হচ্ছে। কোনও কারণে যদি অনুকূল পরিস্থিতি তখনও না হয়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !