Logo
শিরোনাম :
গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে নবীগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি : চালু হবে কবে !

এম এ মুহিত
জাগো নিউজ : শুক্রবার, জুলাই ২৯, ২০২২

image_pdfimage_print

মালিক-শ্রমিক বিরোধের জের ও অটোরিকশা চলাচলের প্রতিবাদে নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে ১৬ দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ঠিকমতো গাড়ি চালাতে না পারা, কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অভিযোগ এবং মালিকদের সঙ্গে গাড়ি চালানোর আয়-ব্যয়ের বিরোধ চলছে। এসব বিষয়কে কেন্দ্র করে গত ১৪ জুলাই থেকে কোনও ধরনের নোটিশ ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক সমিতি।

মালিকদের না বলে বাস বন্ধ করে দেওয়ায় দুই পক্ষের টানাপড়েনে ১৬ দিনেও চালু হয়নি নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই রুট দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার যাত্রী চলাচল করেন। কয়েক দফা বৈঠকের পরও আপস-মীমাংসা না হওয়ায় আজ পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস বন্ধ থাকায় শহরের আখড়া পয়েন্ট থেকে অবাধে অটোরিকশা চলাচল করছে। এই সুযোগে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বাগ-বিতণ্ডা হচ্ছে। জেলা শহর কিবরিয়া ব্রিজ পয়েন্ট থেকে গত সোমবার পর্যন্ত অটোরিকশার ভাড়া ছিল ৫০ টাকা, ইমামবাড়ির ভাড়া ছিল ৩০ টাকা, এখন ৫০ ও ৭০ টাকা। এমনকি স্থানভেদে ১০ টাকা থেকে ২০ টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

কাসেম আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘কয়েকদিন আগেও হবিগঞ্জ থেকে নবীগঞ্জ শহরের এসেছি ৫০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু আজ “গ্যাস বন্ধ তেলে চলতে হয়” অজুহাতে ভাড়া দিতে হয়েছে ৭০-৮০ টাকা। এছাড়া অটোরিকশা ভাড়াও নিয়ন্ত্রণহীন। বিকল্প কোনও মাধ্যম না থাকায় বাধ্য হয়ে যেতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে।’

লায়লা বেগম নামে এক যাত্রী বলেন, ‘আমি প্রায় দিন হবিগঞ্জ-নবীগঞ্জ রুটে বাস দিয়ে যাতায়াত করি, হঠাৎ করে বাস বন্ধ করে দেয়ায় আমার মতো সংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ জানান, অটোরিকশার জন্য তারা ঠিকমতো গাড়ি যেমন চালাতে পারছেন না। সেভাবে আয় না হওয়ায় ছেলেমেয়েদের নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এমনকি তাদের মালিক পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা না করায় বাস চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে তারা বাস বন্ধ করে দিয়েছেন।

হবিগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদাক সজীব আলী বলেন, ‘আঞ্চলিক সড়কে অটোরিকশা বন্ধ করা হচ্ছে না। দূরপাল্লার বাস চালিয়ে শ্রমিকরা পেটের ভাত জোগাতে না পারলে বাস চালিয়ে কী করবে? এ বিষয়ে মালিক শ্রমিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংঙ্কর শুভ রায় বলেন, ‘আমরা শিগগিরই শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে প্রশাসন অটোরিকশা বন্ধ না করলে এই রুটটি চালু রাখা আমাদের জন্য কষ্ট সাধ্য হবে।’

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘বাস বন্ধের বিষয়ে মালিক-শ্রমিক কোনও পক্ষই আমার সঙ্গে এখনও যোগাযোগ করেনি। তবে বিষয়টি আমি দেখছি, যাতে শিগগিরই বাস চলাচল চালু করা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !