নবীগঞ্জ শহরে মেয়েকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ
নবীগঞ্জে রাস্তায় মেয়েকে উত্যক্ত করায় দায়ে শাফি আহমেদ(১৯) নামে এক বখাটে যুবককে মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বখাটে শাফি পৌরসভার ওসমানী রোডের কুদরত আলীর পুত্র।
গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় এস আই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন- পৌর এলাকার অভয়নগরে দুই মেয়ে উত্যক্ত করার অভিযোগে শাফি আহমেদ(১৯) নামে এক বখাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬মাসের সাজা দেয়া হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

