নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক : সংবাদ প্রকাশের পর পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ৮:২৬ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জে ‘উদ্বোধনের আগেই ভেঙে যাচ্ছে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক’ শীর্ষক শিরোনামে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরেজমিনে সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ -১ আসন জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের নির্দেশনায় নবীগঞ্জ -রুদ্রগ্রাম সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেন। এসময় নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ।
এসময় দ্রুত এ রাস্তা প্রয়োজনীয় যথাযথ সংস্কার/ নতুন করে সংশ্লিষ্ট স্থানে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়। এবং অতিদ্রুত যথাযথ সংস্কার করে জনমানুষের চলাচলের জন্য উপযোগী করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ‘জাগো নিউজ’কে বলেন, নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক,আজ আমরা ওই সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেছি,আশাকরি শীঘ্রই উক্ত সড়কের ভাঙা অংশ মেরামত করা হবে।