নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নিকট বিগত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করেছেন।
১ লা জানুয়ারী শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্য্যালয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও বিদায়ী সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
সভার শুরুতে নির্বাচনের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন, প্রধান কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ ও সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, নব-নির্বাচিত সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, সিনিয়র সাংবাদিক মাষ্টার ছাদিকুল ইসলাম, মোঃ আবু তালেব, রাকিল হোসেন, সদ্য সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, এম এ মুহিত, সলিল বরন দাশ, মোঃ নুরুজ্জামান ফারুকী, জাকির হোসেন চৌধুরী, মতিউর রহমান মুন্না, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ। সভার শুরুতে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ হবিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ফুল দিয়ে বরন করেন। পরে বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদককে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান নব নির্বাচিত নেতৃবৃন্দ।