নবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ৮:২৭ অপরাহ্ণ

পবিত্র ঈল-উল-আজহাকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভার ভিজিএফ কার্ডধারী অসহায় হত দারিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
সোমবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে বিনামূল্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, কাউন্সিলর জায়েদ চৌধুরী, যুবরাজ গোপ, জাকির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভা এলাকার ৪নং এবং ৮নং ওয়ার্ডের প্রায় ১,০০০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আগামী ১৪ই জুলাই ৫নং এবং ৭নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরণ করা হবে।

