নবীগঞ্জ পৌরসভার ২৫ বছর পূর্তিতে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ৬:০১ অপরাহ্ণ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ব্যাপী নবীগঞ্জ পৌরসভার ২৫ বছরপূর্তিতে রজত জয়ন্তী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২মার্চ) সকালে রজত জয়ন্তী উপলক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে নবীগঞ্জ শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর যুবরাজ গোপের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিরিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে বিকেলে মুক্তিযোদ্ধা, সকল ইউপি চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র,কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা দেয়া হয়।

