Logo
শিরোনাম :
গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে নবীগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ ও কর্মচারী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
জাগো নিউজ : মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১

image_pdfimage_print

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও অফিসের কর্মচারীদের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে তারা।

গতকাল নবীগঞ্জ নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের বরাবর নবীগঞ্জ কলেজের শিক্ষার্থী ইশতিয়াক মোহাম্মদ আপনসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের যৌথ স্বাক্ষরে অভিযোগ পত্র দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফর আলী ও অফিসের কর্মচারীদের অনিয়ম দুর্নীতি বিরাট আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থীরা ২য় বর্ষে ভর্তির জন্য ১৯০০ টাকা ও অতিরিক্ত শিওরক্যাশের মাধ্যমে ১০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে কলেজ কর্তৃপক্ষ । এই টাকা গ্রহণের পর শিক্ষার্থীদের কোনো রশিদ দেওয়া হয় না। অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিয়মনীতির তোয়াক্কা না করে অনার্সে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি বছর ৪টি পরীক্ষা নেওয়া হয় এবং প্রত্যেক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ৪০০ টাকা ফি নেয়া হয়। এসবের কোনো রশিদ প্রদান করা হয় না। নবীগঞ্জ সরকারি কলেজের কম্পিউটার অপারেটর নয়ন মনি সরকার কলেজের শিক্ষার্থীদের সাথে অশুভ ব্যবহার করেন এবং বিভিন্ন কাজের জন্য তার কাছে শিক্ষার্থীরা গেলে কাজে করে দেয়ার নামে টাকা আদায় করেন। এর বাহিরেও উপবৃত্তির আবেদনে ১০০ টাকা বা তার অধিক টাকা গ্রহণ করাসহ অসংখ্য অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।

এবিষয়ে অভিযোগ জানাতে শিক্ষার্থীরা অধ্যক্ষ সফর আলীর সাথে যোগাযোগ করলে তিনি উল্টো এবিষয়ে কোনো কথা না বলার জন্য শিক্ষার্থীদের নিষেধ করেন।
এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীরক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ও অফিসের কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহকারীর পদত্যাগসহ অপসাণের দাবী জানান ।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সফর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !