নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২০, ৪:১৫ অপরাহ্ণপ্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত আয় রোজগারহীন মানুষের মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৫ জুলাই নবীগঞ্জ উপজেলার কৈলাশগঞ্জ বাজারে নয়মৌজার ২৫০টি পরিবারের মধ্যে তেল, চাল, ডাল, আলু, পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
হাজী আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ ছুনু মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, মোঃ ফারুক মিয়া, যুবলীগ নেতা মোঃ আওয়াল মিয়া, নেছার আহমদ জগলু, কৃষকলীগ নেতা মোঃ নজরুল আমীন।
দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন অসহায় মানুষ পাশাপাশি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়ানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান এলাকাবাসী।