Logo
শিরোনাম :
আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেবপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করলেন এমপি মিলাদ গাজী নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ মানবসেবায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য – এমপি মিলাদ গাজী নবীগঞ্জের মাদ্রাসা শিক্ষক মুকিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য ! স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি নির্বাচিত হলেন নবীগঞ্জের ফয়ছল চৌধুরী ইফতারির জন্য নবীগঞ্জের শরিফাকে ‘হত্যা’, স্বামী-শ্বাশুড়ি আটক নবীগঞ্জ পৌরসভায় ১৫শ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা বিতরণ বাউসা ইউনিয়নে ১৫শ মানুষের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ আউশকান্দিতে ৫শ অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ

নবীগঞ্জ উপজেলায় অস্থায়ী পশুর হাট স্থাপনের নিমিত্ত প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি / ৬০০ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ১৯ জুলাই, ২০২০

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলায় অস্থায়ী পশুর হাট স্থাপনের নিমিত্ত প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ স্থানীয় সরকার শাখার ১৫ জুলাই ২০২০ খ্রি. তারিখের ৩০০ নং স্মারকে অনুমতির প্রেক্ষিতে  আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে নিম্নবর্ণিত ছক ও শর্তমোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পশুর হাট বসানোর লক্ষ্যে প্রকাশ্য নিলাম প্রক্রিয়ায় যৌক্তিক ও গ্রহণযোগ্য দরে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। উক্ত প্রকাশ্য নিলাম ডাকে আগ্রহীগণকে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সিডিউল ফরম/নিলামে অংশগ্রহণের আবেদন ফরম বিক্রয়ের তারিখ, সময় ও স্থান: ২০/০৭/২০২০ খ্রি. ও ২১/০৭/২০২০ খ্রি. সোমবার ও মঙ্গলবার (অফিস চলাকালীন সময়ে) স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ।

সিডিউল ফরম/নিলামে অংশগ্রহণের আবেদন ফরম জমা প্রদানের তারিখ, সময় ও স্থানt ২২/০৭/২০২০ খ্রি. বুধবার; বেলা ১১:৩০ ঘটিকা, স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ।

প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান:  ২২/০৭/২০২০ খ্রি. বুধবার; বেলা ১২:০০ ঘটিকা, স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন,  নবীগঞ্জ, হবিগঞ্জ।

 

নিলামযোগ্য অস্থায়ী পশুর হাটের তালিকা:

১| ইউনিয়নের নাম:    ১২ নং কালিয়ারভাঙ্গা,   হাটের/স্থানের নামt ইমামবাড়ি অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য  ১৪,৩১০/-

২| ইউনিয়নের নাম:    ৮ নং নবীগঞ্জ সদর,  হাটের/স্থানের নামt রসুলগঞ্জ অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য  ১৪,৩১০/-

৩। ইউনিয়নের নাম:   ৬নং কুর্শী ,  হাটের/স্থানের নামt, কৈলাশগঞ্জ অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য  ১৪,৩১০/-

৪| ইউনিয়নের নাম:   ২নং বড় ভাকৈর পূর্ব,  হাটের/স্থানের নামt, কাজিরবাজার অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য ১২,৭২০/-

৫| ইউনিয়নের নাম:  ৩ নং ইনাতগঞ্জ,  হাটের/স্থানের নামt নাদামপুর বাঁধের বাজার অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য  ১৪,৩১০/-

৬| ইউনিয়নের নাম:  ১০ নং দেবপাড়া,  হাটের/স্থানের নামt গোপলার বাজার অস্থায়ী পশুর হাট, গত বছরের নিলাম মূল্য  ১৪,৩১০/-

৭| ইউনিয়নের নাম: ৫ নং আউশকান্দি,  হাটের/স্থানের নামt আউশকান্দি বাজার অস্থায়ী পশুর হাট, (নতুন বাজার)

 

শর্তাবলী :

১। আগ্রহী নিলাম ডাকে অংশগ্রহণকারীকে নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে সিডিউল ফরম ৫০০(পাঁচশত) টাকা মূল্যের (অফেরতযোগ্য) সিডিউল ফরম/নিলামে অংশগ্রহণের আবেদন ফরম ক্রয় করে ফরম পূরণ করত: নির্ধারিত সময়ের পূর্বে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দিতে হবে।

২। নির্ধারিত  তারিখ ও সময় ব্যতিরেকে সিডিউল ফরম/নিলামে অংশগ্রহণের আবেদনফরম বিক্রয় করা হবে না। এক বাজারের জন্য ক্রয়কৃত সিডিউল ফরম অন্য বাজারের জন্য ব্যবহার করা যাবে না।

৩। নিলাম ডাকে আগ্রহীগণকে নিলাম ডাক অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে জামানত হিসেবে প্রতিটি আবেদনে নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা (ফেরতযোগ্য) নিম্নস্বাক্ষরকারী বরাবর জমা প্রদান করতে হবে।

৪। সর্বোচ্চ নিলাম ডাককারীকে ডাকের সমুদয় অর্থ নিলাম ডাকের দিনই পরিশোধ করতে হবে এবং উদ্বৃত দরের উপর অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর হিসেবে নির্ধারিত কোডে জমা প্রদান করতে হবে।

৫। অনুমোদিত/সর্বোচ্চ নিলাম ডাককারী কোন কারনে বাজার নিতে অপারগ হলে কিংবা নির্ধারিত সময়ে অবশিষ্ট অর্থ, ভ্যাট, আয়কর জমা না দিলে তার নিলাম ডাক বাতিল এবং জমাকৃত অর্থ বাজেয়াপ্তক্রমে বিধিমতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬। কোন নিলাম ডাককারী একাধিক বাজারের নিলাম ডাকে অংশগ্রহণ করতে চাহিলে প্রতিটি বাজারের জন্য পৃথক সিডিউল এবং জামানত প্রদান করতে হবে।

৭। হাট বসানোর জন্য অনুমতি প্রদানের পর হতে ঈদের দিন পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পশুর হাট বসানো যাবে।

৮। অনুমোদিত ইজারাদারকে অনুমোদিত টোল হার অনুযায়ী পাকা রশিদের মাধ্যমে টোল আদায় করতে হবে।

৯। সড়কের উপর হাট বসিয়ে কোন ভাবেই রাস্তা বন্ধ করা বা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

১০। ইজারাদারকে নিজ উদ্যোগে পশুরহাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঈদের পর পরই ব্যবহৃত মালামাল অপসারণ করতে হবে এবং আইন-শৃঙ্খলা অবনতিজনিত কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী থাকবেন।

১১। অস্থায়ী পশুর হাট নির্ধারিত সীমানার মধ্যে সীমাবন্ধ রাখতে হবে। কোন ক্রমেই হাটের সীমানা সম্প্রসারণ করা যাবে না।

১২। সরকার অনুমোদিত হারে টোল আদায় করতে হবে। সরকারি হারের অতিরিক্ত টোল আদায় করা যাবে না।

১৩। পাকা রশিদ ব্যতীত কোনক্রমেই টোল আদায় করা যাবে না।

১৪। ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে।

১৫। ইজারাগ্রহীতাকে দৃশ্যমান একাধিক স্থানে সর্বসাধারণের অবগতির জন্য টোল চার্ট প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

১৬। হাট-বাজার ও সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্লিচিং পাউডার/জীবাণুনাশক স্প্রে করতে হবে।

১৭। হাটে একমূখী চলাচল থাকতে হবে অর্থাৎ বাজারের প্রবেশ পথ ও বহির্গমনের পথ পৃথক হতে হবে।

১৮। একটি পশু থেকে আরেকটি পশুর দূরত্ব এমনভাবে রাখতে হবে যেন ক্রেতাগণ কমপেক্ষ ৩(তিন) ফুট বা ২(দুই) হাত দূরত্ব বজায় রেখে

পশু ক্রয় করতে পারে।

১৯। হাটের প্রবেশপথে হাত ধোয়ার জন্য সাবান-পানি/হ্যান্ড স্যানিটাইজারেরর ব্যবস্থা রাখতে হবে। হাত ধোয়া এবং মাস্ক পরিধান ছাড়া কোন ব্যক্তিকেই হাটে প্রবেশ করতে দেওয়া যাবে না।

২০। জাতীয়/আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে কোট হাট-বাজার বসানো যাবে না।

২১। পশুর হাটকে কেন্দ্র করে কোন প্রকার অস্থায়ী চা  ও  পান-সিগারেটের দোকান বসতে দেওয়া যাবে না।

২২। সকল পশুর হাটে পশুর সুস্থ্যতা যাচাই করার জন্য ভেটেরিনারী চিকিৎসক এর অবস্থান নিশ্চিত করতে হবে।

২৩। কোরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২৪। ইজারা গ্রহিতাকে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট পরিচালনা করতে হবে।

২৫। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

 

স্মারক নং- ০৫.৪৬.৩৬৭৭.০০০.০১.০২৮.২০২০-  ৬০৭(১০০)                                                             

  তারিখ- ১৬/০৭/২০২০ খ্রি.

 


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !