নবীগঞ্জে ৭ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ৩:১৪ অপরাহ্ণ
নবীগঞ্জে ৭ কেজি গাজাসহ ফারুক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।
শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া (৪৫) চুনারুঘাট উপজেলার কালামন্ডল (আমরুবাজার) এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র।
জানা যায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান সহকারে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক মাদক মামলার আসামী ফারুক মিয়া(৪৫) কে ৭ কেজি গাজা, মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যাবসায়ী ফারুক চুনারুঘাট হতে মোটরসাইকেল যোগে গাজা নিয়ে মার্কুলি যাচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়।

