নবীগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলম গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ আলম চৌধুরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আলম চৌধুরী পৌর এলাকার চরগাঁও গ্রামের আব্দুল হান্নান চৌধুরী ছেলে।
পুলিশ জানায়- আলম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ চরগাঁও গ্রামে আলম চৌধুরীর নিজ বাড়িতে অভিযান চালায়।
এসময় ৫২ পিস ইয়াবাসহ আলমকে গ্রেফতার করা হয়। বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

