Logo
শিরোনাম :
মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী নবীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত : বখাটের এক বছরের সাজা প্রতারণা মামলায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৫জন কারাগারে নবীগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

নবীগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বুধবার, জুলাই ১, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১ হাজার কৃষক/কৃষাণীর মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনের বেশিরভাগ সময় মানুষ যখন বাড়িতে কাটায় ঠিক তখন উপজেলা পরিষদের এডিপি তহবিল হতে এ বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী সামাজিক দূরত্ব নিশ্চিত করে কৃষক/কৃষাণীদের মাঝে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ, কে, এম, মাকসুদুল আলম জানান- সকলের সর্বাত্মক সহযোগিতায় কৃষকেরা করোনাকালীন সংকট মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদের এডিপি তহবিল হতে উপপ্রকল্প গ্রহন করে লাউ, চালকুমড়া, কলমিশাক, লালশাক, ডাঁটাশাক, বরবটি, শসা, ঝিংগা, ঢেড়স বীজ, সজিনা ও বারোমাসি লেবুর চারা বিতরণ করায় কৃষকেরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন। এ সময়ে কৃষকের পাশে দাঁড়ানোয় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সকলে কাজ করছেন বলে এদেশে খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রয়েছে। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল সকলকে নিরাপদে অবস্থান করে ফসল উৎপাদনের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সরবরাহকৃত সবজি বীজ, সজিনা ও বারমাসি লেবু চারা সঠিকভাবে রোপনের আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !