নবীগঞ্জে হুইল চেয়ার বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৬:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আর্থিক ও ত্রাণ তহবিল থেকে নবীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী,প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৪জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে সংসদ সদস্যের বাসভবনে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুল মতলিবের স্ত্রী পরশ বিবি, দেবপাড়া গ্রামের আমির হুসেনের স্ত্রী রুজিনা বেগম, জহুর আলীর স্ত্রী আফিয়া বেগম, আব্দুর রশীদের স্ত্রী খয়রুন বিবির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

