নবীগঞ্জে হাওড় পাড়ে গিয়ে কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৫:২৭ অপরাহ্ণ
হাওড়ে পাড়ে সরেজমিনে গিয়ে কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মকার হাওড়ে গিয়ে ৫০জন দিন-মুজুর কৃষকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খাঁন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়াসহ আরও অনেকেই।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান হাওড়ে ধান কাটা পরিদর্শন করেন এবং দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
১. নবীগঞ্জে হাওড় পাড়ে গিয়ে কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
২. নবীগঞ্জে কৃষকের হাতে আধুনিক ধান কাটার যন্ত্র তুলে দিলেন জেলা প্রশাসক
৩. নবীগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান
৪. নবীগঞ্জে জমি নাই ঘর নাই প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

