নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ১১ দিনের মতো হবিগঞ্জের নবীগঞ্জে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
প্রতিনিদের ন্যায় রোববার সকাল ৮ টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অর্ধ শতাধিক স্বাস্থ্য সহকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
ফয়সল আহমেদ, রুহেল মিয়া, সাদ্দক মিয়া, দীপংকর ভট্টাচার্য, হারুন মিয়া ও কামরান হামিদর নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেন উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।আন্দোলনের ফলে বন্ধ রয়েছে জরুরি সেবা ও টিকাদান কর্মসূচি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রতাশীরা।
আন্দোলনকারীরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২, ও ১৩তম গ্রেডে উন্নতি করতে হবে।
উল্লেখ্য- গত ২৬ নভেম্বর থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে আসছেন তারা।