Logo

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় অর্থদণ্ড

মতিউর রহমান মুন্না
জাগো নিউজ : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করায় এবং  বিভিন্ন ব্যবসা পরিচালনা করায় ১৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ও বান্দের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে প্রশাসন। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার ও বান্দের বাজার এলাকায়
বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন স্বাস্থ্য বিধি অমান্যকারী ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে মোট ১১ হাজার  টাকা জরিমান করা হয় এবং ১৪ টি মামলা দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন জাগো.নিউজকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা, স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান নিয়মিত চলবে।


জাগো.নিউজের মাধ্যমে নবীগঞ্জবাসীর প্রতি এসিল্যান্ডের আহ্বান, অপ্রয়োজনে রাস্তায় বের না হয়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব।

করোনাভাইরাসের কোনোরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !