নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ৪:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক জনৈক শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে মিয়াদ মিয়া (২৫) নামে এক বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মিয়াদ মিয়া (২৫) নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন-তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ চলছে । নির্মাণ কাজে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন মিয়াদ মিয়া। সোমবার দুপুরে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে ওঠেন ওই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক জনৈক শিক্ষার্থী। এসময় নির্মাণ শ্রমিক মিয়াদ ওই স্কুল ছাত্রীকে অশ্লীল ভাবে উত্যক্ত করে। বিষয়টি শিক্ষকরা অবগত হয়ে উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে মিয়াদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

