নবীগঞ্জে সাবেক এমপি শেখ সুজাতের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২০, ৫:১৭ অপরাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ :
করোনার এই মহামারীর মধ্যে নবীগঞ্জ-বাহুবল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের খেটে খাওয়া নিম্ন আয়ের হত দারিদ্র মানুষের পাশে দাড়িঁয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। দুই উপজেলায় ১০হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদাণের লক্ষ্যে তাঁর পক্ষ থেকে প্রতিদিনই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার(২৩মে) নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছেন। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র ছাবির অাহমদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুর্শেদ অাহমদ,সাধারণ সম্পাদক মনর উদ্দিন,হবিগঞ্জ জেলা উলামা দলের সহ সভাপতি মাওলানা মোস্তফা অাল হাদী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অাহবায়ক অাবুল কালাম মিঠু,নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন শমসের,নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক অাহবায়ক ও হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলি, জেলা যুবদলের সদস্য রুকন চৌধুরী, যুবদল নেতা অালী নূর পাশা,এস কে সাদী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শেখ শিপন মিয়া,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিটন অাহমেদ, জাহাঙ্গীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সুলতান অাহমেদ তারেক, নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা মান্না চৌধুরী, কলেজ ছাত্রদল নেতা অাতাউর রহমান শামীম প্রমূখ।
আগামী ১০জুন পর্যন্ত সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।