নবীগঞ্জে সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় অর্থদণ্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ১০:২৪ অপরাহ্ণনবীগঞ্জ শহরের সরকার নির্ধারিত সময়ের বাহিরে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
কঠোর লকডাউন কার্যকর করতে শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই লুৎফুর রহমানসহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করে।
এসময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত সময়ের বাহিরে ২টি মুদি দোকান খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।