নবীগঞ্জে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭ অপরাহ্ণনবীগঞ্জের শিক্ষক শামীম চৌধুরী কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ‘নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক পরিবার’ ব্যানারে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন কৃপেশ চন্দ্র দাশ। সঞ্চালনা করেন মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক, বড় শাখোয়া সপ্রাবি।
কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক মোঃ আঃ আওয়াল। গীতা পাঠ করেন মধুসূধন ভট্রাচার্য়।
প্রধান অতিথি ছিলেন, মঞ্জুলাল দে, প্রাথমিক শিক্ষক সিমিতি, কেন্দ্রীয় কিমিটির সিনিয়র সহ- সভাপতি।
বিশেষ অতিথিঃ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সহ-সভাপতি। আব্দুল বাছিত সেলিম- কেন্দ্রীয় সহ-সাংগঠনি সম্পাদক। হাসিনা বেগম- সভাপতি হবিগঞ্জ শাখা। খাদিজা বেগম, সহসভাপতি, সিলেট জেলা। জালাল উদ্দিন- কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক। বিপ্লব পুরকায়স্থ- সাধারন সম্পাদক, সিলেট জেলা শাখা। মোর্শেদ মুন্না- সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা। সুমন তালুকদার- সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা।
প্রধান শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, দীপক কুমার দাশ, ছুরুক মিয়া, বিপুল দাশ, সুব্রত দাশ, সাজ্জাদুর রহমান,অভিজিৎ দাশ তালুকদার, তপন পাল, প্রভাত ভূষন রায়, লিটন দেবনাথ, অশেষ কুমার দাশ, গীতেন্দ্র দাশ, বকুল দাশ, ফনি ভূষন রায়।
আরো বক্তব্য রাখেন, দীলিপ চন্দ্র দেবনাথ- সহসভাপতি, সহকারি শিক্ষক সমাজ। আব্দুল মজিদ- সাধারণ সম্পাদক। সুমেশ চন্দ্র দাশ- যুগ্ম সম্পাদক। মৃনাল কান্তি দাশ- যুগ্ম সম্পাদক প্রমুখ।
ফুল দিয়ে বরণ করেনঃ প্রধান শিক্ষক বৃন্ধ, সহকারি শিক্ষক সমাজ, প্রধান শিক্ষক (চলতিদায়িত্ব), অফিস সহায়ক সমিতি। পরে শিক্ষকবৃন্দ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড গতি গোবিন্দর সাথে সৌজন্য সাক্ষাত করেন।