নবীগঞ্জে বিষপানে যুবতীর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ৪:২৬ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার চরগাঁওয়ে রিতা বিশ্বাস (২০) নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আমোদ সরকার বিশ্বাসের কন্যা। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
