নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৭:০৯ অপরাহ্ণনবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কায় আমির উদ্দিন(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আমির উদ্দিন করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র ও সে মদিনা রড সিমেন্ট দোকানের কর্মচারী নিহত হয়েছে ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত সময় আমির উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে একটি দ্রুত গতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান ,লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।