নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা মিয়া খানি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মুখলেছুর রহমানের পরিবার ও দুই প্রবাসীদের প্রায় ৬৩ শতক ভূমি নানা কৌশলে জবর দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত পানিউমদা ইউনিয়নের কুরশা মিয়া খানি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মুখলেছুর রহমানের পুত্র হাফিজুর রহমান বাচ্চু ও তার চাচাতো ভাই ওমান প্রবাসী মোহিদ মিয়, বাহরাইন প্রবাসী আবদাল মিয়া গংদের মালিকানাধীন ও তাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ৬৩ শতক ভূমি গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত ইউসূফ মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া ও আলমগীর মিয়াসহ তাদের লোকজন কৌশলে দখল করে মঙ্গলবার দুপুরে পুকুর খননের অভিযোগ ওঠে। ওই ভূমিতে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে তড়িৎ গতিতে পুকুর খনন করার অভিযোগ পাওয়া যায় । এক পর্যায়ে ভূমির মালিকানা দাবী করে দখলকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নবীগঞ্জ থানার ওসির নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
অপরদিকে ঘটনাস্থলে অভিযুক্ত আলমগীর এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি ভূমি জবর দখলের কথা অস্বীকার করে বলেন, এই জায়গা তাদের বৈধ সম্পত্তি।