Logo

নবীগঞ্জে মাস্ক পরিধান না করায় জরিমানা!

মতিউর রহমান মুন্না
জাগো নিউজ : সোমবার, জুলাই ১৩, ২০২০

image_pdfimage_print
হবিগঞ্জের নবীগঞ্জে মাস্ক পরিধান না করায় এবং সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন। দোকানগুলোতে ভীড় করেন। এদের অনেকেরই নেই মাস্ক। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন স্বাস্থ্য বিধি অমান্যকারী ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী মোট ৫ হাজার  টাকা জরিমান করা হয় এবং ৮ টি মামলা দেয়া হয়েছে।
জাগো.নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !