নবীগঞ্জে মানবসেবায় কাজ করছে ‘আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন’
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০, ৪:১৩ অপরাহ্ণনবীগঞ্জ উপজেলার দেড় শতাধিক গরীব, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেলাই মেশিন, ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানব সেবায় নিয়োজিত ‘আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন’। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ জে,কে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। ১২০ টি পোশাক, ৩টি সেলাই মেশিন, জনকে খাদ্য সামগ্রী, ও ৩টি ফুটবল টিমকে খেলার জার্সি ও ৩টি ফুটবল উপহার সামগ্রী দেন। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সার্জেন্ট (অব.) মিরাজ আলী, মোঃ আবুল মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনাম উদ্দিন সাবেক মেম্বার, ইসলাম খাঁ, সোহেল তালুকদার, মোঃ মিজান খাঁ, মোহাম্মদ আল আমিন, হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
এই সামাজিক সংঘটনটি নবীগঞ্জ উপজেলায় ২০১২ সাল থেকে গরীব অসহায় মানুষদের মধ্যে চিকিৎসা, শিক্ষা, মসজিদ, মাদ্রাসা ও গরীব অসহায় মানুষদের মধ্যে সেবা প্রদান করে আসছে।
এতে সংঘঠনটি পরিচালনা করেন সংঘঠনটির চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী দিলু মিয়া তালুকদার।
এতে সন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক জাকিরুল ইসলাম।