নবীগঞ্জে মহিলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে শহরের ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে কেক কেটে জন্মদিন পালন করা হয় ।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ ছৈইফা রহমান কাকলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা তাতীঁলীগের আহবায়ক ফারুক মিয়া, আব্দুল আলীম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শামীনুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিন্টু রায়, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,ব্যবসায়ী তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন

