নবীগঞ্জে ভুয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি : প্রশাসনের অভিযানে জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৩:২৯ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভুয়া রাজস্ব স্ট্যাম্প, ভুয়া কোর্ট ফি তৈরি করে বিক্রির অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত।
(০২ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডর ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় নকল সনাক্তকরুন মেশিন দিয়ে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, ভুয়া কোর্ট ফি বিক্রির প্রমান পাওয়ায় বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ‘জাগো নিউজ’কে বলেন- সরকারের রজস্ব ফাঁকি দিয়ে ভুয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।