Logo
শিরোনাম :
করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা তাঁতলীগের দোয়া ও মিলাদ মাহফিল এমপি মিলাদ গাজীর রোগমুক্তি কামনায় জেলা তাঁতলীগ সভাপতির উদ্যোগে মিলাদ মাহফিল এমপি মিলাদ গাজীর রোগমুক্তি কামনায় যুবলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ড পানিতে ডুবে শিশুর প্রাণহানি মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড পিকআপ ভ্যান কেড়ে নিল ছাত্রলীগ নেতার প্রাণ করোনা ভাইরাস : শনাক্তের নতুন রেকর্ড : মৃত্যু ৬৩ ‘শিশুবক্তা’ রফিকুল মাদানীকে আটক করেছে র‌্যাব নবীগঞ্জে বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে জলমহাল নিয়ে চাঁদাবাজির অভিযোগ !

নবীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ / ৩৯৭ বার পঠিত
জাগো নিউজ : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের অন্তর্গত কমলাপুর গ্রামে লট নং এনএ ৯৯ এর আওতায় ৩.০৭৪ কি.মি. লাইন নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিন স্থানীয় বাধার কারণে লাইনটি চালু করা সম্ভব হয়নি।

বিদ্যুৎ সংযোগ পেতে আর অফিসে দৌড়ঝাপ নয়, বরং পল্লী বিদ্যুৎ সমিতির জনবল হাজির গ্রাহকের বাড়িতে। ফেরি করে বিদ্যুৎ সংযোগ দিতে চলেছে আলোর ফেরিওয়ালা কর্মসূচি। নবীগঞ্জে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের আওতায় মিটার, সার্ভিস ড্রপ তার, অফিসিয়াল রশিদ বই, জামানত জমা গ্রহনের রশিদ বই, আবেদন ফর্ম, ০৫ জন লাইনক্রু, ১ জন ওয়্যারিং পরিদর্শক মোঃ সাহেবুল ইসলাম এবং ১ জন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম, সহকারী প্লান্ট হিসাব রক্ষক মোঃ মাজহারুল ইসলাম প্রয়োজনীয় টুলসসহ গ্রাহকের দরজায় গিয়ে আবেদন গ্রহন করেন।
আবেদন মোতাবেক সকল তথ্য, কাগজপত্র , ওয়্যারিং যাচাই করে সঠিক থাকলে প্রয়োজনীয় নির্ধারিত ফি স্পটেই অফিসিয়াল রশিদের মাধ্যমে গ্রহন করে গ্রাহককে নতুন সংযোগ প্রদান করেছে।

গত ০৭ জুলাই “আলোর ফেরিওয়ালা” টিমের মাধ্যমে ১৬৫নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টেকভূক্ত ১২০ জনের মধ্যে ৮৩ জন সংযোগ প্রত্যাশী গ্রাহক জামানত জমা দিয়েছেন। এর প্রেক্ষিতে ১০ কেভিএ ০৪ টি ও ১৫ কেভিএ ০৩ টি ট্রান্সফরমার স্থাপন পূর্বক অদ্য ০৮ জুলাই বৈদ্যুতিক লাইনের পার্শ্ববর্তী গাছপালার ডাল কর্তণপূর্বক বৈদ্যুতিক লাইনটি চালু করা হয়।

এ সময় নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার  মোঃ আলীবর্দী খান সুজন, এজিএম (ওএন্ডএম)  মোহাঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী দাশসহ বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী জনাব কৃপেশ দাশ, অক্ষয় দাশ, সুধীর দেব, নিরানন্দ দাশ ও অন্যান্য সংযোগ প্রত্যাশী গ্রাহকগন উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !