ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লাহ থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস পরিবহনের বাসের সাথে আউশকান্দি হতে পানিউমদা গামী যাত্রীবাহী দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এবং একটি সিএনজিসহ বাস মহাসড়কের পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন ১০জন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা,শেরপুর হাইওয়ে পুলিশ,গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ,নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ স্থানীয় জনসাধারণ উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘটনার প্রচেষ্ঠায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।