Logo

নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন : ছেলের ১ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : রবিবার, জুন ১৩, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বাবা-মাকে নির্যাতন করার দায়ে ছেলে শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুর গ্রামের সমীর উদ্দিনের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন করে আসছেন শরীফ উদ্দিন। একাধিক বার স্থানীয় চেয়ারম্যান মেম্বার শরীফকে এসব কর্মকা- থেকে বিরত থাকার অনুরোধ করলেও সে বাবা-মায়ের উপর নির্যাতন অব্যাহত রাখে। রবিবার ফের বাবা-মাকে নির্যাতন করে শরীফ উদ্দিন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে শরীফ উদ্দিনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাবা-মাকে মারধরের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ছেলে শরীফ উদ্দিন (২২) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, বার বার শরীফ উদ্দিনকে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার শাসন করেছেন কিন্তু সে কর্ণপাত করেনি, আমার কাছে অভিযোগ জানানোর পরও শরীফ তার বাবা-মাকে নির্যাতন করে এ জন্য তাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !