নবীগঞ্জে বহরমপুর হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা নেছার আহমদের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মিজান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে ধর্মীয় ইসলামিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরোজপুরি, হযরত মাওলানা আরিফুলহক আল হানাফী, হযরত মাওলানা জাকির হোসাইন, হাফিজ রুহুল মল্লিকপুরী, মাওলানা আবুল হাসান, মাওলানা ক্বারী মনির উদ্দিন, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা সালেহ আহমদ, শেখ আবু আব্দুল্লাহ তাসনীম, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম বারের মত দুজন ছাত্রকে হাফিজ হিসেবে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী। হাফিজ হিসেবে যারা স্বীকৃতি পান তারা হলেন অত্র মাদ্রাসার ছাত্র বহরমপুর গ্রামের ছায়েদ মিয়ার পুত্র আরিফ হুসাইন ও কামারগাঁও গ্রামের আব্দুল হামিদের পুত্র আশিকুর রহমান।
উল্লেখ্য উক্ত গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল নাসির ও তাঁর পরিবার বর্গের সার্বিক সহযোগিতায় বহরমপুর আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার যাবতীয় ব্যয়ভার বহন করে প্রায় বছর যাবত। উক্ত হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার সুবাধে এলাকায় হাফিজ হওয়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনে শতাধিক ছাত্রের পদচারণায় মাদ্রাসা মুখরিত।
