নবীগঞ্জে বর্জ্য পরিষ্কার করেছে ‘তারুণ্যের ডাক’
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২০, ৮:২৮ পূর্বাহ্ণজাবেদুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো নিউজ :: নবীগঞ্জ উপজেলার পল্লীতে সামাজিক সংগঠন “তারুণ্যের ডাক” এর উদ্যোগে বর্জ্য পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারের প্লাস্টিকের বোতল ও বিভিন্ন পলিথিন বর্জ্য পরিষ্কার করেছে সামাজিক সংগঠন তারুণ্যের ডাক।
তারুণ্যের ডাক সংগঠনের সদস্যরা জানান, বর্জ্য পরিষ্কারের কাজ সুন্দর ও সফলভাবে আমরা শেষ করেছি। যা বিগত ১০ বছরে ও এরকম কাজ সম্পন্ন হয় নি আমাদের এলাকায়। এ সময় সংগঠনের সদস্যরা প্রত্যেক ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যদি নিজ দায়িত্বে ময়লা আর্বজনা নির্দিষ্ট স্থানে রাখেন। তাহলে বাজারে ময়লা আবর্জনা কারণে রাস্তাঘাটে পানি জমে থাকবে না।
তারুণ্যের ডাক সংগঠনের সদস্যরা জানান, আমাদের নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল এবং ৭নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিন মহোদয়ের কাছে আমাদের দাবি তারা যেন শাখোয়া বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন পাশাপাশি বাজারের জন্য কয়েকটি ময়লা ফেলার ডাস্টবিনের ব্যবস্থা করে দেন।