নবীগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ণ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৬১টি পরিবারের মাঝে ১ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ১ লিটার তেল, মরিচের গুড়া, দলুদের গুড়া,ধনিয়ার গুড়া বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুুপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, স্থানীয় ইউপি সদস্য আকুল মিয়া।
