নবীগঞ্জে বন্যার্তদের পাশে খালেদ মোশারফ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২০, ২:০৪ অপরাহ্ণকরোনা ভাইরাস সংক্রমণের মাঝে নবীগঞ্জ উপজেলা পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে এবার বন্যা কবলিত হয়ে কর্মহীন মানুষ। অবশেষে এলাকার কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ।
গতকাল ওই ইউনিয়নের শতাধিক অসহায় খেটে খাওয়া বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন খালেদ মোশারফ ।
স্থানীয় লোকজন জানান, বন্যার কারণে গৃহবন্ধী হওয়া মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ বিভিন্ন এলাকার দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ঘর খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তিনি বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। অপর দিকে, খাদ্য সামগ্রী পেয়ে খুশি এলাকাবাসী।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ওই ইউনিয়ন পরিষদের সদস্য কাজল আহমেদ, আহমেদ রেজা, নিয়ামুল করিম অপু, শাহিনুর রহমান, আবু সালেহ আহমেদ, নূরুল ইসলাম পাবেল, স্বপন আহমেদ, বাবলু মিয়া, ইসলাম উদ্দিন, মুসা মিয়া, শাহান আহমেদ, ইউসুফ মিয়া, মাছুম, সুমন প্রমুখ।