নবীগঞ্জে ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ এবং সিনিয়র সহ সভাপতি ওহি দেওয়ান চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সস্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, লোকমান আহমেদ খাঁন।
এছাড়াও বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগ নেতা এটিএম রুবেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী,পৌর যুবলীগ নেতা পিকলু চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুবলীগ নেতা দীপন ধর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ইউপি সদস্য শামছুন নাহার,পৌর যুবলীগ নেতা সাজিদুর রহমান, ফরিদ গাজী স্মৃতি সংসদের সাংগঠনিক সস্পাদক হেলাল আহমেদ,পলাশ চৌধুরী মোজাম্মেল হোসেন, ছাত্রলীগ নেতা কৌশিক আহমেদ শুভ,সাজু আহমেদ হৃদয়,সাফি আহমেদ, জয় সূত্রধর, স্বপন রবি দাশ,সাইফুর রহমান, লিটন মিয়া, দবিরুল ইসলাম দবির, ইবরাহিম আহমদ, শুভ রায়,শুভ্র পালসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেওয়ান ফরিদ গাজী দীর্ঘদিন রাজনীতি করেছেন, অনেক স্মৃতি রয়েছে। সিলেট ও হবিগঞ্জে সাধারণ মানুষের সেবা করাই দেওয়ান ফরিদ গাজীর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগের দুরদিনে বৃহত্তর সিলেট আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে দেওয়ান ফরিদ গাজী নিরলসভাবে কাজ করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও দেওয়ান ফরিদ গাজীর স্বপ্ন বাস্তবায়নে আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি।

