নবীগঞ্জে প্রয়াত সাংবাদিক সোহেলের পরিবারের পাশে এমপি মিলাদ গাজী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ৪:১৭ অপরাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ: প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মৃত্যুবরণকারী সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে ৫০হাজার টাকার চেক তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামে গিয়ে সাংবাদিক সোহেলের মায়ের হাতে প্রধানমন্ত্রী ত্রান (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ সাংবাদিক সোহেলের পরিবার ও এলাকার লোকজন।
এ প্রসঙ্গে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিল। আমরা সবসময় সাংবাদিক সোহেলের পাশে আছি।