Logo
শিরোনাম :
বানিয়াচংয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নবীগঞ্জের বরখাস্তকৃত চেয়ারম্যান মুকুলকে শোকজ ! আসন্ন ইউপি নির্বাচন : কালিয়ারভাঙ্গায় আলোচনায় আছেন দেশী- প্রবাসী প্রার্থী বানিয়াচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ শায়েস্তাগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১ এস.আই আকবরকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী সামাদ মাধবপুরে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার খোয়াই নদীর সীমানা নিশ্চিত করণ ও দখল-ভরাট উচ্ছেদের দাবীতে স্বারকলিপি প্রদান নবীগঞ্জের পানিউমদায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত ইনাতগঞ্জের আছাবুরের নজর নৌকায় !

নবীগঞ্জে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছনি চৌধুরী / ৩৮৩ বার পঠিত
জাগো নিউজ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে দখলকৃত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
 
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন । 

জানা যায়, গত আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনসহকারে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউনিয়নের আউশকান্দি বাস স্ট্যান্ড, হীরাগঞ্জ বাজার, সৈয়দপুর বাজারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। যার মাধ্যমে পুরো জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ‘জাগো নিউজ’কে বলেন, সরকারি সম্পত্তি দখল করে থাকার কোনো সুযোগ নেই, যে বা যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান বা স্থাপন করেছিলেন সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এই অভিযানের মাধ্যমে সরকারি জায়গা দখলমুক্ত হলো, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !