নবীগঞ্জে প্রবাসী সেলিম বুরহানীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০, ২:৪৯ অপরাহ্ণপবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইংল্যান্ড প্রবাসী সেলিম বুরহানীর উদ্যোগে উপজেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওসমানী রোডের যুব সমাজের সহযোগীতায় শুক্রবার বিকেলে শহরতলীর ইব্রাহিম মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মাঝে এসময় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ জীবন, সমাজসেবক হাজী নিয়ামূল হক, সামাজিক সংগঠনক ইউনাইটেড নবীগঞ্জ এর সভাপতি আকমল হোসেন টিটু প্রমুখ।