নবীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ জেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ভনবীগঞ্জ জেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

