নবীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামীলীগের দোয়া মাহফিল

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুল হক মোনাজাতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, যুগ্ম আহবায়ক রেজা আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মোহিত চৌধুরী, আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সহকারী ইমাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আওতাদুজ্জামান তপু, ছাত্রলীগ নেতা সাকিব, তারেক রহমান, রুহেল, আবুল কাশেম চৌধুরী, শেখ আব্দুল হেকিম প্রমুখ।

