Logo

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১৬ হাজার করোনা টিকা প্রদান

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

image_pdfimage_print

সারাদেশে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দিতে বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে এ আয়োজন করা হয় ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার সাড়ে ৪ লক্ষাধিক মানুষের মধ্য ১৩ টি ইউনিয়নে ১৯ হাজার ৫ শত জনের মাঝে করোনা টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মঙ্গলবার ১৬ হাজার ২ শত ১৪ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। বাকী ২ হাজার ২ শত ৮৬ জনকে আজ বুধবার ও বৃহস্পতিবার ৭টি ইউনিয়নের বুথে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রসহ ১৩ টি ইউনিয়নের ১৩ টি কেন্দ্র স্বাস্থ্য সহকারী,পরিদর্শক ও স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় প্রতিটি উপজেলা পর্যায়ে তাৎক্ষনিক সরকারী নির্দেশনা পালন করে টার্গেট অর্জন করা সম্ভব হয়েছে। টিকা প্রদান কর্মসূচি চলাকালে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !