নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ পিতাসহ ২ পুত্র আহত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৮:৩৬ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী দীঘলবাক ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামে প্রতিপক্ষের অর্তকিত হামলায় বৃদ্ধ বাবাসহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার দুর্ঘাপুর গ্রামের আঙ্গুর মিয়া ও একই গ্রামের আব্দুল আলীর পরিবারের ছোট বাচ্ছাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে দু পরিবারের মধ্যে বিরুধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত সোমবার সন্ধার পর আঙ্গুর মিয়ার চাচা আছদ্দর আলী (৬০) স্থানীয় দুর্ঘাপুর বাজারে গেলে আগে থেকে ওৎপেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষের আব্দুল আলী, আব্দুর রব ও মারাজ মিয়াসহ তাদের লোকজন অর্তকিত হামলা চালায়।
খবর পেয়ে তার ছেলে আহমদ আলী (৪০) ও জমির আলী (৩০) বাবাকে বাচাতে এগিয়ে গেলে তাদের উপর ও হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ বলেন, এখন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

