আগামী ১৬ জানুয়ারি আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী‘র সমর্থনে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরতলীর খালিক মঞ্জিলে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদের পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুর রুউপ মাসুক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, সহ-সম্পাদক সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আলম সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক আলম মিয়া, সদস্য শাহ দরাজ, নবীগঞ্জ পৌর যুবলীগের য্গ্ম আহ্বায়ক শাহগুল আহমেদ কাজল, লোকমান খাঁন, রাব্বি আহমেদ মাক্কু, জাকির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানিয়ে বলেন, দেশ এখন আর কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী গোলাম রসূল চৌধুরী রাহেলের পক্ষে কাজ করার জন্য আহবান জানান।