আগামী ১৬ জানুয়ারি আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী‘র সমর্থনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে সোমবার দুপুরে শহরতলীর খালিক মঞ্জিলে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদের পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপ দপ্তর সম্পাদক ধৃব জ্যোতি দাস টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সদস্য শাহ বাহার, পৌর যুবলীগের নেতা হুমাইন চৌধুরী, পিকলু চৌধুরী, মোঃ জাবেদ আহমেদ, পারবেজ, চয়ন, সাজিদুর, পিকলুসহ সকল ওয়ার্ডের সভাপতি/ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।