নবীগঞ্জে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও মৌন প্রতিবাদ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৪ অপরাহ্ণদেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নবীগঞ্জ আব্দুল মতিন স্কয়ার (নতুন বাজার মোড়ে) সামাজিক সংগঠন দ্যা রিলেশন টু পিপলের আয়োজনে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
দ্যা রিলেশন টু পিপলের সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপনের সভাপতিত্বে ও ইমদাদ শরীফ শাকিলের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন রিলেশন টু পিপল এর নেতৃবৃন্দ ।
এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,নবীগঞ্জ চলচিত্র সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও মৌন প্রতিবাদে একাত্মতা পোষন করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উক্ত প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ চোখে কালো কাপড় বেধে,কালো কাপড় দিয়ে হাত বেধে ও কালো বেজ ধারণ করে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।