নবীগঞ্জে থানার নতুন ওসি ডালিম আহমেদ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫৩ অপরাহ্ণনবীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. ডালিম আহমেদকে
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ তাঁকে দায়িত্ব প্রদান করেন।
জানা যায়, নবীগঞ্জ থানার নবাগত ওসি ডালিম আহমেদ ইতোপূর্বে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ও ওসি অপারেশন এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে, নবীগঞ্জ থানার বর্তমান ওসি মো. আজিজুর রহমানকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। ওসি মো. আজিজুর রহমান ২০১৯ সালের ১৮ অক্টোবর তিনি নবীগঞ্জ থানায় যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। নতুন ওসি ডালিম আহমেদ এর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়।